রাজনীতির জন্য নয়, দায়িত্ব নিয়ে এসেছি– মানুষের সমস্যা দূর করতে–মোহাম্মদ সেলিম উদ্দিন

রাজনীতির জন্য নয়, দায়িত্ববোধ থেকেই বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এই আসনের মানুষের সমস্যা দূর করতে নির্বাচনে এসেছি এমন মন্তব্য করেছেন সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে পরিবর্তন করতেই হবে। আমরা ৫৪ বছরের বঞ্চনায় আর থাকতে চাই না। আর কারো ধোঁকার শিকার হতে চাই না। আমাদের ন্যায্য ও কাঙ্ক্ষিত দাবির জন্য কারো দিকে তাকিয়ে থাকতে চাই না।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরের নেতৃত্ব নির্ধারিত হবে। যে নেতৃত্ব বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারবে, ভোটাররা তাকেই রায় দেবেন। আল্লাহর ইচ্ছায় যিনি নির্বাচিত হবেন, তিনিই আগামী পাঁচ বছর এ আসনের নেতৃত্ব দেবেন।

দাড়িপাল্লাকে ন্যায়ের প্রতীক উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দাড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে। প্রতিটি কর্মীকে নিজেকে প্রার্থী মনে করে মাঠে কাজ করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি রুকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ, ঢাকা মহানগর ইসলামী ছাত্রশিবির পূর্ব শাখার সাবেক সভাপতি আরিফ হোসাইন, নায়েবে আমির মুস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খায়ের, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন,পৌরসভা আমীর কাজী জমির হোসাইন, সেক্রেটারি সাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আখনু হোসেন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ নুর ইসলাম এবং বিয়ানীবাজার ডেভেলপমেন্ট ইউকে’র সাবেক সভাপতি মোহাম্মদ বাবুল খান, সিলেট জেলা পূর্বের অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, উপজেলা দক্ষিন শিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, উত্তর শাখার সভাপতি আব্দুল মুমিন, কলেজ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, পশ্চিমের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ নুর ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
Previous Post Next Post