নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার | ২২ জানুয়ারি, ২০২৬
সিলেট-৬ আসনের নির্বাচনী লড়াইয়ে ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আজ উদ্বোধন হতে যাচ্ছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১:০০ ঘটিকায় বিয়ানীবাজার উত্তর পিএইচজি স্কুলের সামনে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৬
আসনের মনোনীত প্রার্থী ও বিশিষ্ট জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
নির্বাচনী কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে এবং সাধারণ ভোটারদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করতেই এই প্রধান কার্যালয়টি স্থাপন করা হয়েছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ জনতাকে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট দায়িত্বশীলরা জানিয়েছেন, এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নতুন উদ্যম ও গতির সঞ্চার হবে।
